SylhetNewsWorld | নগরীর হুমায়ুন চত্বরে ট্রাক দূর্ঘটনা,ক্ষতিগ্রস্ত চত্বর ও আহত চালক - SylhetNewsWorld
সর্বশেষ

নগরীর হুমায়ুন চত্বরে ট্রাক দূর্ঘটনা,ক্ষতিগ্রস্ত চত্বর ও আহত চালক

  |  ১৭:২৩, জানুয়ারি ১১, ২০২১

সিলেটের কদমতলী হুমায়ুন রশিদ চত্বরে একটি ট্রাক দূর্ঘটনা করে ।  আজ (১১ জানুয়ারী) সোমবার বিকাল ৪ টায় মাল বুঝাইকৃত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরের ঢুকে পড়লে ভেতরে দুর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা যায় মাল বুঝাই ট্রাকটি রাস্তা থেকে প্রায় এক ফুট উঁচু গুল চত্বরের রেলিং ভেঙ্গে উপরে উঠে বিদ্যুতের খুঁটির সাথে আটকে আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ