
সিলেটে আন্ত:জেলা মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে কোতয়ালী থানাধীন আখালিয়া নেহারীপাড়া এলাকা থেকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নগরীর কোতয়ালী থানাধীন আখালিয়া নেহারীপাড়া এলাকা থেকে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর আন্ত:জেলা মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-বিশ্বনাথ থানার জানাইয়া গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র মোঃ দুলাল (৩৪), মৌলভীবাজার সদর থানার বাবনকান্দি গ্রামের মোঃ সাদুল্লার পুত্র মোঃ সোহেল আহম্মেদ (৩৫), সিলেটের ওসমানীনগর থানার মনতৈল গ্রামের মোঃ ময়না মিয়ার পুত্র মোঃ কয়েছ মিয়া(৩০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, জব্দকৃত মোটর সাইকেলসহ গ্রেফতারকৃত আসামিদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।