
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত
গোলাপগঞ্জ প্রতিনিধি ঃ
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় রোববার (১৩ ডিসেম্বর) রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই মঞ্জুর শাফি চৌধুরী এলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তী করা হতে পারে।
এদিকে বর্ষিয়ান এই রাজনীতিবীদের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন উনার ছোট ভাই মঞ্জুর শাফি চৌধুরী।