সিলেটে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহে

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, |                          

মোঃআলমগীর আলম:এক মাস সিয়াম সাধনার পর অবশেষে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সকাল থেকে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু হল এই উৎসব। সিলেটের ঐতিহাসিক পুরনো শাহী ঈদগাহে সকাল ৮ টায় এই বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে এখানে প্রায় লক্ষাধিকের ও উপরে মুসল্লিদের সমাগম হয় এবং সকলেই এক সাথে ঈদের জামাত আদায় করেন। এ ছাড়া হযরত শাহজালাল ( রহঃ ) এর মাজার মসজিদ। হযরত শাহপরান (রহঃ) মাজার মসজিদ। সিলেট নগরীর কালেক্টর জামে মসজিদ ও সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ও বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় । সিলেট জেলা ও বিভাগের অসংখ্য ঈদগাহের সাথে মিল রেখে সিলেট নগরীর ১০ ওয়ার্ডে হযরত শাহজালাল (রহঃ ) ঈদগাহ ও কলাপাড়া ঈদগাহে সকাল ৯ টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় ।ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদের জামাতে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড.একে আবদুল মোমেন,সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র মো,আনোয়ারুজ্জামান চৌধুরী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন। গরিব বৈশিষ্ট্যগত কোন প্রার্থক‍্য ছিল না এই ঈদের জামাতে সবাই এক কাতারে শামিল হয়ে আল্লাহর নৈকট্যের লাভের আশায় ও বিপদ আপদ থেকে মুক্তি চেয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি পরস্পরের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।