মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, |                          

সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২৭ রমজান (রবিবার) দুপুরে ওয়ার্ডের লামাপাড়া এলাকায় কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের পুরস্কার বিতরনি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,মোঃ মুদ্দাসীর আহমদ তামিম। কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ১০ নং ওয়ার্ড শাখার পরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক এর পরিচালনায় প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হাফিজ মাওলানা মাহমুদুর রহমান, বিশেষ অথিতি ছিলেন, সাংবাদিক মোঃ আলমগীর আলম, প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা আশরাফ চৌধুরী, সমাজ কর্মী মোঃআনোয়ার হোসেন আনু,প্রমূখ।

অনুষ্ঠানে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন আগত অতিথিবৃন্দ।

উপস্থিত অতিথি বূন্দ তাদের বক্তব্যে বলেন, কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক বাচ্চাদের কে কোরআন শিক্ষা দিয়ে যে অনন্য ভুমিকা রেখে চলেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কোরআন প্রশিক্ষণের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এ রকম উদ্যোগে আরবি শিক্ষা অর্জন করছে অনেক শিক্ষার্থী। ক্বারী ছালেক আহমদ লায়েক অত্যন্ত ভালো একটি উদ্যোগ নিয়েছেন কোর আন প্রশিক্ষণ কেন্দ্র খুলে।

অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক‍্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবূন্দ। দোয়া ও আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।