জকিগঞ্জ উপজেলার অন্যতম বৃহত্তম ঈদগাহে দোয়া ওইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, |                          

জকিগঞ্জ উপজেলার অন্যতম বৃহত্তম ঈদগাহ থানাবাজার ঈদগাহ ময়দানে এলাকাবাসীর উদ্যোগে ১৯ রামাদান শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঈদগাহ পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে এলাকার সর্বস্থরের মানুষসহ জকিগঞ্জের বিশিষ্ট জনেরা অংশগ্রহন করে।

ইফতারের পূর্বে এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফেরাত ও এলাকার সৌহার্দ্য-সম্প্রীতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় থানাবাজার ঈদগাহর মূল উদ্যোক্তা উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে ঈদগাহ মাঠের ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষায় প্রাণপন প্রচেষ্টার শপথ করেন এলাকাবাসী।

পাশাপাশি প্রতিবছর ১৯ রামাদান ঈদগাহ ময়দানে ইফতার মাহফিল করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

মাহফিলের শুরুতে মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন থানাবাজার এলাকার তরুন আলেম মাওলানা জিয়াউর রহমান।

মিলাদ পরিচালনা করেন থানাবাজার হাবীবিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আলী হুসেন ও পঙ্গবট জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা দিলাল আহমদ।

দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক লেখক, গবেষক মাওলানা ফদ্বলুর রহমান।

ইফতারের পূর্বে এলাকাবাসীর পক্ষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুশ শহীদ তাপাদার মাহতাব প্রখ্যাত ওলী মরহুম ক্বারী মাওলানা আব্দুল লতিফ খাদিমানী ছাহেবের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে মাদ্রাসার বর্তমান সুপারের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

ইফতার মাহফিলে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর ছাহেবজাদা মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, বাবুরবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আব্দুস সালাম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল মুকিত পীর, থানাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ, বাবুরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুশ শহীদ, রারাই গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল মালিক তাপাদার মালু মিয়া, মো: শিহাব উদ্দীন, জালাল উদ্দীন, মবরুর আহমদ, মুমিনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী রফিক উদ্দীন, ছফির উদ্দীন, জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আল-আমিন, রারাই সুপার লীগের আল-আমিন আদর প্রমুখ