গোয়াইনঘাটে আনফরের ভাঙ্গায় নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শনে এমপি ইমরান এমপি

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, |                          

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ও পর্যটন অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন লুনী নদীর উপর আনফরের ভাঙ্গায় নির্মাণাধীন সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি ।

শনিবার (১৭ফেব্রুয়ারী)সকাল ১১ টায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে লুনী নদীর উপর ৩৯ কেটি ৭২ লাখ টাকা ব্যয়ে,২৮৮ মিটার নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আসলম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাপ মিয়া,সাধারন সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল,গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো রফিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মো কামাল হোসেন, ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাবলু মিয়া,ইউপি সদস্য মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।