শুরু হয়েছে এস এস সি পরীক্ষা

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, |                          

শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সারা দেশের মতো সিলেটেও এ পরীক্ষা শুরু হয়। এ বছর সিলেট বোর্ড থেকে লাখো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৯ হাজার ৪১২ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৬৬; ছাত্রী ৬৪ হাজার ৩৪৬ জন।

গত বছরের তুলনায় এবার বোর্ডে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন। গত বছর এ বোর্ডে ৪৫ হাজার ২৮৩ ছেলে ও ৬৪ হাজার ২৪৯ মেয়ে পরীক্ষায় অংশ নেয়। সে তুলনায় বোর্ডের অধীনে ১২০ জন পরীক্ষার্থী কমেছে। তিনটি কেন্দ্র বাড়িয়ে ১৫২টি করা হয়েছে। আগের বছর ছিল ১৪৯টি।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে মোট ২৪ হাজার ২১১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৫১১ জন ও ছাত্রী ১৩ হাজার ৭০০ জন।

মানবিক বিভাগে ৭৭ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩০ হাজার ৮৩৯ জন ও ছাত্রী ৪৬ হাজার ৯৭৪ জন। বাণিজ্য শাখার ৭ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭১৬ জন ও ছাত্রী ৩ হাজার ৬৭২ জন।

এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৮ হাজার ২১৫ জন এবং অনিয়মিত ২১ হাজার ১৬০ জন। এছাড়া মানোন্নয়ন দেবে ৩৭ জন।

নিয়মিতদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৫২ হাজার ৬৪২ জন। অনিয়মিতদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৬৬ জন ও ছাত্রী ১১ হাজার ৬৯৪। মানোন্নয়ন ৩৭ জনের মধ্যে ২৭ জন ছাত্র ও ১০ জন ছাত্রী।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। ৯৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৯ হাজার ৪১২ ছাত্র-ছাত্রী শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।