সিলেটে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, |                          

সিলেটে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দিন্যবাপী নগরীর টিলাগড়ে ইউসেফ ট্রেনিং ইন্সটিটিউটে হিসাববিজ্ঞান ও ফিন্যান্স প্র্যাকটিস সেন্টারের উদ্যোগে অনার্স ৪র্থ বর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও হিসাববিজ্ঞান দিবসে আয়োজিত রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় এএফপিসি কোচিং সেন্টারের পরিচালক অধ্যাপক আনছার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষার্থী অর্পিতা, জাকিয়া ও সোহানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর সৈয়দ আবদুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পাপলু পাল, সেন্ট্রাল উইমেন্স কলেজের ভাইস প্রিন্সিপাল আহমদ জিয়া শামস, শাহজালাল উপশহর হাই স্কুলের সহকারি শিক্ষক আবদুস সালাম প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেহরাজ জেবিন, শুভ, সাদিয়া, সাবেক শিক্ষার্থী নাজিম ও ফাতেমা রিপা।

এসময় এএফপিসি কোচিং এর শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।