সিলেট নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, |                          

সিলেট নগরীর ম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য
ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্যদিয়ে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও সিলপট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী মতিউর রহমান, পেশ ইমাম ও খতিব, কেন্দ্রীয় মসজিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষকমন্ডলীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। পবিত্র কোরআন হতে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সিনিয়র শিক্ষক মো: আবুল কালাম-এর সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা তার বক্তব্যে মহানবী (সঃ) এবং পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের মর্মবাণী নিজেদের জীবনে প্রতিটি ক্ষেত্রে অনুসরণ ও অনুকরণের পাশপাশি সর্বত্র তাহা ছড়িয়ে দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি শিক্ষার্থীদের বিশ্বনবী (সঃ) এর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করতে উদ্বুদ্ধ করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর সাবলীলভাবে প্রদান করেন। এছাড়া প্রধান অতিথি মহানবীর আদর্শ সমাজে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান। শিক্ষকমন্ডলীর মধ্য থেকে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক রেহেনা বেগম ও সহকারী শিক্ষক মো: আব্দুল করিম শেখ। উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যান, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।