নগরীর ঝেরঝেরি পাড়া মাদ্রাসায় ইসলামী ব‍্যাংকের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, |                          

মোঃ আলমগীর আলম:শাহজালাল ইসলামী ব্যাংক (পিএলসি) সিলেট শাখার উদ্যোগে আজ ৩ জানুয়ারি বুধবার দুপুরে নগরীর ঝেরঝেরি পাড়া এতিম মাদ্রাসায় অসহায় ছাত্রদের মাঝে শীত বস্ত্র (কম্বল ) বিতরণ করা হয় । শীত বস্ত্র (কম্বল ) বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এক সভার আয়োজন করা হয় । জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শায়েখ মাহমুদ সোয়াইব এর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝেরঝেরি পাড়া মাদরাসা ও এতিম খানার সভাপতি আহমদ জুলকার নাইন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঠাণ্ডা বাতাসের দাপট আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে মানুষকে এই মানবিক চিন্তা নিয়ে ইসলামি ব‍্যাংক তাদের পাশে দাড়িয়েছে । ইসলামী ব‍্যাংকের পাশাপাশি এই মহৎ কাজে সবাই এগিয়ে আসা প্রয়োজন। মনে রাখবেন মানব কল‍্যাণে কোন কাজ বিফলে যায় না এর ছুয়াব দুনিয়াতে না হয় আখেরাতে আছে। শীত বস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শ্রী তপন মিত্র। প্রধান অতিতির বক্তব্য তিনি বলেন, প্রচন্ড শৈত্য প্রবাহের মাঝে গরিব মেহনতী মানুষ চরমভাবে কষ্ট পাচ্ছে। শীতকালে গরিব অসহায়দের পাশে সমাজের সর্বস্তরের লোক জন এগিয়ে আসা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব‍্যাংকের (পিএল সি) সিলেট শাখার ম‍্যানেজার তোফায়েল আহমদ। শীত বস্ত্র বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন এলাকার মুরব্বিয়ানরা। ঝেরঝেরি পাড়া ইসলামিয়া মাদরাসার প্রায় ৩০০জন এতিম ও গরীব অসহায় ছাত্রদের হাতে শীত বস্ত্র দেয়া হয়।