ভলান্টিয়ার সতেজ করণ কোর্স অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, |                          

মোঃআলমগীর আলম: সিলেট নগরীর আলমপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভাগীয় কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে ষ্টেশন অফিসের হল রুমে এক দিনের ভলান্টিয়ার সতেজ করণ কোর্স অনুষ্টিত হয়।(২ডিসেম্বর) শনিবার সকালে ভলান্টিয়ার সতেজ করণ কোর্সের উদ্ভোধন করেন মোঃ মনিরুজ্জামান,উপ-পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগ,সিলেট। উদ্ভোধনি বক্তব্যে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশ বিদেশে সুনামের সহিত কাজ করে যাচ্ছে।সিলেট যেহেতু ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা তাই এখানে অত্যাধুনিক বিভিন্ন ইকুইপমেন্ট যুক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দূর্যোগে থেকে রক্ষার জন্য প্রাণপন চেষ্টা অব‍্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ভূমিকম্প,অগ্নিকান্ভের মতো যত দূর্যোগ আছে জনসাধারণের প্রাণ রক্ষার বিষয় মাতায় রেখে দিন রাত কাজ করছে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর জালাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আতিকুর রহমান,ওয়‍্যার হাউজ ইন্সপেক্টর সালাউদ্দিন, আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স সিলেটের সভাপতি এডভোকেট জাহিদ সারোয়ার সবুজ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম জুয়েল,সাধারণ সম্পাদক এডভোকেট মামুন হোসেন , প্রশিক্ষিত ভলান্টিয়ার সাংবাদিক মোঃ আলমগীর আলম,সিনিয়র ভলান্টিয়ার আবু বক্কর সিদ্দিক,শ্রেষ্ঠ সেচ্ছাসেবক,আব্দুল্লাহ মো: আদিল ও খালেদ আহমদ সহ আরবান কমিউনিটির ভলান্টিয়ার সদস্যরা। ভলান্টিয়ার সতেজ করণ কোর্সে প্রশিক্ষিত ৪০ জন আরবান কমিউনিটি ভলান্টিয়ার অংশ নেন।