সিলেট নগরীর সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকজন মারা গেছেন

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩ | আপডেট: ১১:৪৪:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩

সিলেট নগরীর মিরাবাজারস্থ দাদা পীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকজন মারা গেছেন। বুধবার দিবাগত (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত যুবকের নাম নজরুল ইসলাম মুহিন (৪৭)। তিনি সিলেট  মহানগরের পশ্চিম পীরমহল্লা ঐক‍্যতান ২১৫/৩-এর মৃত মুজিবুর রহমানের ছেলে। বিরতি সিএনজি ফিলিং স্টেশনের শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

উল্লেখ্য, মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্যাস দিতে গিয়ে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছিলেন। তিনজনের অবস্থা ছিলো আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের ঢাকার শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক ইন্সটিটউট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মুহিনসহ এ পর্যন্ত ৫ জন মারা গেছেন।