দয়ামীর বাজারে সি সি ক্যামেরা

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, |                          

ওসমানীনগরে দেড় লক্ষ টাকা ব্যায়ে দয়ামীর বাজারে স্থাপন করা হলো সি.সি ক্যামেরা

ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী দয়ামীর বাজারে প্রায় দেড় লক্ষ টাকা ব্যায়ে স্থাপন করা হলো সি.সি ক্যামেরা। বাজারের গুরুত্বপূর্ণ ঊনত্রিশটি স্থানে বসানো হয়েছে ক্যামেরা। প্রত্যেকটি ক্যামেরা ২৬০ফুট(৮০)মিটার দূরত্ব পর্যন্ত ফুটেজ ধারণ ক্ষমতা রয়েছে। বাজারের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে ডিজিটালাইজেশনের উদ্যোগে নেন দয়ামীর বাজারের সাবেক বণিক সমিতি।
এপ্রসঙ্গে বণিক সমিতির সাবেক অর্থ সম্পাদক আমির আলী বলেন, আমাদের দয়ামীর বাজারটি হাইওয়ে রোডের দু’পাশে অবস্থান থাকায় নানান ঝুঁকি পোহাতে হয় ব্যবসায়ীদের। আমরা বাজারের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পুরো বাজারকে ডিজিটালাইেজশনের আওতায় আনার চেষ্টা করেছি। প্রায় দেড় লক্ষ টাকা ব্যায়ে বাজারের ২৯টি গুরুত্বপূর্ণ স্থানে সি সি ক্যামেরা ইতিমধ্যে বসিয়ে এর কার্যক্রম শুরু করেছি । অল্প দিনের মধ্যে আর বাকি দু/তিনটি স্থানে লাগালেই পুরো বাজার সি.সি টিভির আওতায় চলে আসবে। আমরা আশাবাদী বাজারের ব্যবসায়ীবৃন্দ থেকে শুরু করে বাজারে আগত ক্রেতা,পথচারীসহ যেকেউ এরসুফল ভোগ করতে পারবেন। সি.সি ক্যামেরা স্থাপনের জন্য বিশেষ করে সাবেক কমিটির সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুর রউফ আব্দুলসহ কমিটির নেতৃবৃন্দ যথাসাধ্য সহযোগিতা করেছেন।আমাদের বাজার বর্তমানে বণিক সমিতির আহবায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই পাঁচ সদস্য কমিটির আহবায়ক বণিক সমিতির সাবেক সভাপতি আবু ইউসুফ আজাদ। আমরা এই সপ্তাহে সি.সি টিভির দায়িত্ব আহবায়ক কমিটির কাছে হস্তান্তর করবো। সি.সি ক্যামেরা স্থাপনে যে ব্যায় হয়েছে সম্পূর্ণ টাকা আমাদের ব্যবসায়ী সমিতির ফান্ড থেকে ব্যায় করা হয়েছে। এজন্য ব্যবাসায়ী বৃন্দদেরকে ধন্যবাদ জানান তিনি। এমন উদ্যোগের প্রসংশা করে চাঁদসীর ক্ষত চিকিৎসালয়ের প্রোঃ মানবেন্দ্র রায় বলেন, সময়োপযোগী এমন কাজে নিশ্চই তারা প্রসংশার দাবি রাখেন। ব্যবাসায়ী মাহবুব আলী বলেন, আমরা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখি বিভিন্ন বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তখন আমরা মনে করি আমাদের বাজারে যদি এমন উদ্যোগ নেওয়া হত তাহলে আমরাও অনেক ঝুঁকিমুক্ত থাকতে পারবো।আজ আমাদের বাজার সি.সি ক্যামেরার মাধ্যমে নজর বন্দী করা হয়েছে। আশাকরি এরসুফল আমরা সকলেই ভোগ করতে পারবো। এমন মহতি কার্যক্রমের জন্য আমি ব্যবসায়