সমাজসেবী আব্দুস শহীদ চৌধুরী জিতু’র মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩ | আপডেট: ৭:২১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকার পায়রা সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা সমাজসেবী ও স্হানীয় বাসিন্দা আব্দুস শহীদ চৌধুরী জিতু’র মৃত্যুতে গভীর জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

এক শোক বার্তায় ক্লাব সভাপতি মুহিত চৌধুরী,সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি গুলজার আহমদ হেলাল,সহ সাধারন সম্পাদক তাওহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার,ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম মিশু,পাঠাগার সম্পাদক মবরুর আহমদ সাজু,কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম,মাহমদ খান,আশিষ দে মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য যে মাজসেবী আব্দুস শহীদ চৌধুরী জিতু শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সংবাদে সিলেট নগরী ও এর বাহিরে দেশ ও বিদেশে আত্মীয় স্বজন পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরীর ভগ্নপতি।