গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, |                          

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) সন্ধ্যা ৭টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি প্রফেসর কবির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল এর পরিচালনায় অনুষ্ঠানে রক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার সহ সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সহ সভাপতি মো. হেনা সিদ্দিকী, এম এ নাসির সুজা, সংগঠনের ট্রেজারার যুব সংগঠক আলী আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, আফিকুর রহমান আফিক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য নেছার আহমেদ জামাল।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকলিছ আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি এম এ মতিন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির, নারী ক্ষমতায়ন ও শ্রম বিষয়ক সম্পাদক শেলী রানী দেব, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রোকশানা পারভীন, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ সাগর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মুজাক্কির হোসাইন, ভোকেশনাল সার্ভিস সেক্রেটারি মো. হাবিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোজিনা চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মামুন আহমেদ, নির্বাহী সদস্য সামিয়া বেগম চৌধুরী, অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, আশরাফ সিদ্দিকী, জান্নাতুল নাজনীন আশা, জেসমিন নাহার, ফারহানা বেগম, স্বর্ণালী খানম, আজিজুর রহমান, আব্দুস সহীদ, সাংবাদিক আফরোজ খান, সাধারণ সদস্য জান্নাতুল নাসরিন উর্মি, ওবায়দুল্লাহ, নীলা আক্তার, আনিকা, সুজিনা তালুকদার প্রমুখ।

সভায় বিভিন্ন এজেন্ডা ভিত্তিক আলোচনা এবং সংগঠনের কয়েকটি সাব-কমিটি গঠন করা হয়। লিগ্যাল এইড কমিটি, ফিনানশিয়ালি কমিটি, সেলাই প্রশিক্ষণকেন্দ্র প্রজেক্ট স্থাপন কমিটি। সভায় সংগঠনের সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হয়।

সভায় জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার খছরু খান ও ট্রেজারার সালেহ আহমেদ অভিষিক্ত কমিটির সকল সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট স্পন্সর করেন।