এমসি কলেজ ছাত্রলীগের কর্মীসভায় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী টিপুকে আমন্ত্রণ জানানো হয়নি; ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৩ | আপডেট: ১২:৪৫:পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৩

সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কর্মীসভায় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী টিপুকে আমন্ত্রণ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার (১৫ মে) সিলেট মহানগর ছাত্রলীগ কর্তৃক এমসি বিশ্ববিদ্যালয় কলেজের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই কর্মীসভার আয়োজন করা হয়।

রম ক্ষোভ প্রকাশ করেছেন।

সাইফুল আলম সিদ্দিকী টিপু তৎকালীন শাসনামলের খালেদা, নিজামী জোট সরকারের বিরোধী দলের সময় মহানগর ছাত্রলীগ কর্তৃক সর্বশেষ এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বিগত ওয়ান ইলেভেনের সময় সাইফুল আলম সিদ্দিকী টিপু জরুরী আইনে গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হন। পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইনে তৎকালীন সরকার ৪ মাসের আটকাদেশ প্রদান করে। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর জেলে থাকাবস্থায় পূণরায় তাঁকে রাষ্ট্রদ্রোহী মামলায় আসামী করা হয়। দীর্ঘ ৬ মাস সিলেট কেন্দ্রীয় কারাগারে তিনি কারাবরণ করেন।