সিলেটে শ্রদ্ধা ভালোবাসায় আবুল মাল আবদুল মুহিতকে স্মরণ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, |                          

সিলেট,৩০ এপ্রিল ২০২৩ (বাসস): সিলেটে শ্রদ্ধা ভালোবাসায় বরেণ্য অর্থনীতিবিদ, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, রাজনীতিবিদ, লেখক ও গবেষক, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা  আবুল  মাল  আবদুল মুহিতকে স্মরন করা হয়েছে।
আজ রোববার এ এম এ মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে নানা কর্মসুচী আয়োজন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন,ফাত
আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন ছিল।
রবিবার সকালে আবুল মাল আবদুল মুহিতের কবরে প্রথমে পরিবারের সদস্যরা পরেে পররাষ্ট্রমন্ত্রী, সম্মিলিত নাগরিক উদ্যোগ সিলেট, সিলেট সিটি কর্পোরেশন,সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, আরটিএম আল কবির ট্যাকনিক্যাল ইউনিভার্সিটি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ,আরটিএম আই-এইচ আরডিসি,বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্হা সীমান্তীক,সিসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী,সিলেট জেলা ও মহানগর যুবলীগ,সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্হা,সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এসময় পরিবারের সদস্য ছাড়াও বিশিষ্টজনের মধ্যে উপস্হিত ছিলেন সাবেক সচিব একে আব্দুল মুবিন,রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডঃ আহমদ আল কবির, পল্লী শিশু ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ এস এ মুয়িজ সুজন,ব্রাকের সাবেক পরিচালক শিফা হাফিজ,রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সম্মিলিত নাগরিক উদ্যোগ সিলেটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোঃ আরশ আলী, যুগ্ন আহ্বায়ক সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ,নাগরিক উদ্যোগের সদস্য সচিব সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমেদ নর,,সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুর,সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ , সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক একরামুল কবীর ইকু,বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু,সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফে পরিচালক মাহিউদ্দিন আহমদ সেলিম,সিলেট জেলা যুবলীগ সভাপতি ও উসমানী নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি),সাধারন সম্পাদক শামীম আহমদ সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল,সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবে সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, স্বাীনতা চিকিৎসক পরিষদ সিলেটের আহবায়ক ডাঃ রুকন উদ্দিন আহমদ,সদস্য সচিব ডাঃ এম এ আজিজ চৌধুরী,ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল আফতাব হোসেন খান ডাঃ মুজিবুল হক,সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ ফজলুর রহমান, আরটিএম আল কবির ট্যাকনিক্যাল ইউনিভার্সিটির প্রোক্টর আব্দুল্লাহ আবু সাঈদ,ছাত্র কল্যাণ উপদেষ্টা মাজেদ আহমদ চঞ্চল,সীমান্তিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার,বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সিলেট প্রতিনিধি মুক্তাদির আহমদ মুক্তা,সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ, সিসিক কাউন্সিলর তৌফিক বক্স লিপন,আফতাব হোসেন খান,আবুল মাল আবদুল মুহিতের সাবেক ব্যাক্তিগত কর্মকর্তা কিশোর ভট্রাচার্য্য জনি,পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারি শফিউল মাল শফিউল আলম জুয়েল,সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন,সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ হিরন মিয়া প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে সিলেট নগরের বিভিন্ন স্থানে শোক সম্বলিত ব্যানার ও ফেস্টুন টানানো হয়।
সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ রবিবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া কমপ্লেক্সের হলরুমে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাত সাড়ে ৮টায় ট্রাস্টের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি—এর হল রুম আনন্দ টাওয়ার জেল রোডে কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলাম: মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্থার উদ্যোগে নগরের হাউজিং এস্টেটস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম মাদ্রাসায় দুপুর ১২টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ৩০ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিকেল ৪:টায় সিলেট জেলা ও মহানগর যুবলীগের পক্ষ থেকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক লোকজন উপস্হিত ছিলেন।রবিবার বাদ আছর সিলেট সদর উপজেলা বাসীর পক্ষ থেকে সিলেট নগরীর টুকেরবাজার শাহ খুররম ডিগ্রী কলেজ মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এছাড়াও এ এম এ মুহিতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় মরহুমের পরিবার এ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।