সিলেট ও রাজশাহী সিটিতে মনোনয়নপত্র বিক্রি শুরু আজ

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, |                          

আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।

আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে বুধবার (২৬ এপ্রিল) জারিকৃত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার বুধবার প্রজ্ঞাপনটি জারি করেছেন।

এতে বলা হয়েছে, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোটগ্রহণ করা হবে ২১ জুন।

উল্লেখ্য, সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরকে নিয়োগ করা হয়েছে।

আর রাজশাহী সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। আজ বৃহস্পতিবার এই দুই সিটিতে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।