“শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা” ২০২৩ এর পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, |                          

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩” এর ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  ১৪ ফেব্রুয়ারি ২০২৩ সিলেট জেলার আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল প্রতিযোগিতার  বালক বিভাগের ফাইনালে সৈয়দ আরজুমান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১-০) গোলে আব্দুর রব চৌধুরী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের বিভাগের ফাইনালে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ (৩-০) গোলে শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় জার্সি, ট্রফি,ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বালক বিভাগের সৈয়দ আরজুমান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাহিম এবং বালিকাদের বিভাগের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ফারজানা আক্তার আজহা । আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জমির উদ্দিন এর সভাপতিত্বে ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক (যুগ্ম সচিব) । বিশেষ অতিথি হিসেবে ছিলেন  ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আজাদুর রহমান আজাদ,  সিলেট সিটি কর্পোরেশনের স্কাউটের সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল হক ও সিলেট জেলা স্কাউটের সম্পাদক হিফজুর রহমান খান এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন । এছাড়াও সিলেট জেলার ইউনিসেফ এর প্রতিনিধি শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমি/ক্লাবের কোচ,সংগঠক  ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পলাশী মজুমদার সি.পি.সি.এম ইউনিসেফ এর সচেতনতা মূলক ম্যাসেজ পারিবারিক সহিংসতা ও হেল্প লাইন ১০৯৮ বিষয়ক তথ্য প্রদান করেন ।