সিলেটের বন্যায় পশুদের কোনো প্রাণহানি হয়নি : প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, |                          

সিলেটে বন্যায় পশুদের বড় ধরনের কোনো প্রাণহানি হয়নি, তাই পশু সংকট সেখানে হবে না বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৩ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতায় ঈদুল আজহা-২০২২ উদ্‌যাপনের বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় আগাম বার্তা দেওয়ার কারণে নিরাপদ স্থানে প্রাণিদের নিয়ে যাওয়া হয়। বন্যা কবলিত এলাকায় মৃত পশু ভেসে যাচ্ছে এমন কোন ছবি নেই। প্রয়োজনবোধে সেখানে পশু সরবরাহ করব। করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বাজার ব্যবস্থাপনায় যারা থাকবেন তাদের প্রতি শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে। আবার করোনা পরিস্থিতি ভয়াবহ হলে, আমাদের সবার ক্ষতির কারণ হতে পারে। আমাদের অসাবধানতা যেন ক্ষতির মুখোমুখি না দাঁড় করায়। একজন মানুষ আক্রান্ত হলে তার পরিবারের সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গরুর হাটগুলোতে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবস্থা রাখার কথাও জানান তিনি