সিলেটের বন্যার্তদের জন্য যুক্তরাজ্যের ৫ কোটি টাকার জরুরি তহবিল

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, |                          

সিলেট বিভাগে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার জন্য যুক্তরাজ্য পাঁচ কোটি টাকার বেশি জরুরি তহবিল গঠন করেছে।

সিলেটে বন্যার্তদের সহায়তায় জরুরি ত্রাণ দেবে যুক্তরাষ্ট্রসিলেটে বন্যার্তদের সহায়তায় জরুরি ত্রাণ দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, ‘বাংলাদেশে এ বছর বন্যার যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি তা হৃদয়বিদারক। আমরা আজ যে জরুরি তহবিল প্রকাশ করেছি তা নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি ও স্যানিটেশন এবং শিক্ষা উপকরণের মাধ্যমে অসহায়দের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।’

যুক্তরাজ্যের অর্থায়ন স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে এ বরাদ্দ করা হয়েছে। কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে এটি পরিচালিত হবে।