হযরত শাহজালাল (রহ.) এর লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত।

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, |                          

হযরত শাহজালাল (রহ.) এর লাকড়ি তোড়া উৎসব শনিবার সম্পন্ন হয় ।প্রতি বছর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে হাজারো ভক্ত-আশেকান জড়ো হয়ে এই লাকড়ি তোড়া উৎসবে সবাই অংশ নেন। ওলিকুল শিরোমনি সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) এর স্মৃতি বিজড়িত এই উৎসব হিজরি বর্ষের ২৬ শে শাওয়াল পালন করা হয়। উৎসব। উপলক্ষে দরগা-ই-হযরত শাজালাল প্রাঙ্গণ থেকে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজার ভক্ত বর্ণাঢ্য মিছিল সহকারে লাক্কার তোড়া চা বাগানের নির্দিষ্ট পাহাড়ের দিকে ছুটে গিয়ে সেখান থেকে সংগ্রহ করা হয় লাকড়ি। আর সেই লাকড়ি কাঁধে নিয়ে পুনরায় মিছিল সহকারে ঢাক ঢোল বাজিয়ে লাকড়ি নিয়ে ভক্তরা আসেন দরগা প্রাঙ্গণে । আর এই লাকড়ি উৎসবের ২১ দিন পর অনুষ্ঠিতব্য হবে হযরত শাহজালাল (রহ)-এর বার্ষিক ঊরশ। বার্ষিক ঊরশে শরীফের শিরনী রান্নায় ব্যবহার করা হবে এই লাকড়ি। এরই ধারাবাহিকতায় প্রায় ৭০০ বছর ধরে সিলেটে উদযাপিত হয়ে আসছে এই উৎসব। স্থানীয়ভাবে এই উৎসবের নাম ‘লাকড়ি তোড়া’ উৎসব। আজকের এই লাকড়ি তোলা উৎসবে নগরীর ১০নং ওয়ার্ড থেকে অংশ নেন শাহজালাল (রঃ) ভক্ত বূন্দ।