হাজী তোতাব খান ও সুফিয়া খাতুন ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২ | আপডেট: ২:৪৩:পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২২

স্টাফ রিপোর্টারঃ সিলেটের দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান বলেছেন, মানব সেবা একটি ইবাদত। প্রবাসী সকল সংঘটন ও মিডিয়া প্রতিষ্ঠান দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান সব সময়, এটা নিশ্চয়ই একটি মানব কল্যাণ কাজ। গরীব মানুষের পাশে ভবিষ্যতে এই ট্রাষ্টের সহায়তা করারও আহবান জানান। সাংবাদিক আফরোজ খানের পরিচালনায় হাজী তোতাব খান ও সুফিয়া খাতুন ( খাগহাটা ) ট্রাস্ট পক্ষ থেকে চেয়াম্যান খছরু মোহাম্মদ খাঁন ও সেক্রেটারী কবির খাঁন এর অর্থায়নে পাঠান পাড়া এলাকায় অসহায় হতদরিদ্র দুই পর্বে প্রায় শতাধিক পরিবারের মধ্যে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ রমজান শুক্রবার বাদ জুম্মা দ্বিতীয় পর্বে খাদ্য সামগ্রী ও ২৬ এপ্রিল প্রথম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।