ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র’র মাস ব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২

ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র নগরীর ১০ নং ওয়ার্ড শাখার আয়োজনে মাস ব্যাপি ক্বেরাত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ২৬ রমজান বৃহস্পতিবার বাদ যোহর সূর্য মুখি বিদ্যাবীথি স্কুলে অনুষ্ঠিত হয়।
• • পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র’র পরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আলমগীর আলম, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ১০নং ওয়ার্ড শাখার উপদেষ্টা রাহাত হোসেন,শিক্ষক মাওলানা ক্বারী জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আলমগীর হোসেন।
• উল্লেখ্য যে ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ১০ নং ওয়ার্ড শাখা প্রতি বছরের ন্যায় এবার ও পয়ত্রিশ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও ইসলামী বই তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র হাফিজ নূর মোহাম্মদ।