এবার পড়সী, পাকশী, সিটি হার্টসহ ৪ রেস্টুরেন্টকে জরিমানা

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, |                          

সিলেট নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার একদিনে নগরীর ৩টি রেস্টুরেন্টে অভিযানে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ উদ্যোগে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানা অভিযোগে নগরীর বন্দরবাজারের সিটি হার্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পড়সী রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা, পাকশী রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা ও হট ফুটকে ৪০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এই চার ব্যবসা প্রতিষ্টানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর মেজর মাহফুজুর রহমান, সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।