সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে ১০তম তাফসীরুল ক্বোরআন মাহফিল ও শিশু শিক্ষা প্রতিযোগিতা ০৬ ডিসেম্বর শুক্রবার বৃহত্তর ঘাসিটুলা লামাপাড়া ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্নে অনুষ্ঠিত হবে। তাফসীরুল ক্বোরআন মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসীর পেশ করবেন -হযরত মাওঃ মুশতাক আহমদ খাঁন, খতিব, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান আকর্ষন -হযরত মাওঃ নূরুল হক, নবীগঞ্জী,খতিব, কুয়ারপাড় জামে মসজিদ সিলেট। প্রধান বক্তা- হযরত মাওঃ এখলাছুর রহমান, হবিগঞ্জ। বিশেষ আকর্ষণ-হযরত মাঃ হাঃ মুফতি তানভীর আল-মাহমুদি, ময়মনসিংহ।আমন্ত্রিত ওলামায়ে কেরাম গনের মধ্যে তাফসীর পেশ করবেন–হযরত মাওঃ হাঃ মুফতি আমীন কাশেমী, ইমাম ও খতিব, লামাপাড়া জামে মসজিদ। হযরত মাঃ হাঃ মুফতি আবদুল্লাহ,ইমাম ও খতিব,ডহর জামে মসজিদ। হযরত মাওঃ তোফায়েল আহমদ সবুজ,শেখঘাট, সিলেট। উক্ত,তাফসীরুল ক্বোর আন মাহফিলে সকলের উপস্থিতি, দোয়া,ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ১০নং ওয়ার্ড ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক, প্রমুখ।