সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ২৪’র ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও যুব নেতারা।
সোমবার বেলা ২টায় সিলেট জজ কোর্টে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা ফুলেল শুভেচ্ছা প্রদান করতে চাইলে নতুন পিপি আশিক উদ্দিন আশুক ছাত্র ও যুবনেতাদের ২৪’র ছাত্র-জনতার আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে বলেন, আজকে আমি এই গুরুত্বপূর্ণ পদ পেয়েছি অনেক শহিদদের রক্তের বিনিময়ে, আমি শহিদদের আত্মার মাগফেরাত ও হতাতদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, তোমরা আমার জন্য দোয়া করো যাতে শহিদদের রক্তে অজির্ত এই নতুন বাংলাদেশে বৈষম্য দূরীকরণে কাজ করতে পারি। এ জন্য তিনি সকলের সহযোগিতাও চান।
এসময় উপস্থিত ছিলেন যুবনেতা এ বি সিদ্দিক, সুমন আহমদ, এনাম উদ্দিন আহমদ, ছাত্রনেতা সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, হিলাল উদ্দিন শিপু, কাওছার আহমদ প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com