সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে সিলেটের জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সিলেট মহানগরীর তিনটি কেন্দ্র সিলেট সরকারি আলিয়া মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় ৫ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ কবি কালাম আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবুল হাশেম চৌধুরী, ডা. আব্দুল লতিফ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাহমুদুল হাসান, ডা. হুসাইন, ডা. মাশুকুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পৃষ্ঠপোষক শফিকুল আলম মফিক।
৩৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে
এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান শরিফ মাহমুদ ও ভাইস চেয়ারম্যান শাহীন আহমদ।
মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর এর পরিচালক আফসার উদ্দিন কামরান, সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয় ও মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি আহসান হাবীব, রফিকুল ইসলাম, ছফির উদ্দীন, আবুল হাসান রিয়াদ সহ প্রমুখ।
উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী
২০ ডিসেম্বর প্রকাশিত হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com