সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪
স্টাফ রিপোর্টার : সিলেটে ডিজিটাল প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার বহাল রাখার দাবিতে নগরীর ৩০নং ওয়ার্ড বাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার পিডিবি প্রধান প্রকৌশলী দপ্তর বরই কান্দি ও বাগ বাড়ি এবং সিলেট বিভাগীয় কমিশনারের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
ওয়ার্ডবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন কার্যকরী কমিটির সভাপতি সোলেমান মিয়া, সহ সভাপতি জনাব জুবেল আহমদ, সেক্রেটারি জাফর সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং উপদেষ্টা কমিটির সদস্য বাচ্চু_মিয়া (উদ্যোক্তা), আশীষ বাবু, চলন্তিকা ক্রীড়া চক্রের সভাপতি মানিক মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025