লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডেন্টাল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডেন্টাল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ডেন্টাল ও ফ্রি মেডিকেল ক্যাম্প গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) নগরীর দক্ষিণ সুরমার সিসিকের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী’র সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন শাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন শামীমা আক্তার জিনু, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অনকলোজি বিভাগের আইএমও ডা. এজাজ উদ্দিন সানি, খোজারখলা সরকারি প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, সহকারি শিক্ষক রুনী বেগম, তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী, মিতু রায়, সীমা দেব নাথ, মোছাঃ ফাহমিদা বেগম, সন্ধানী জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মোহাম্মদ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব শান্ত, বরাত আহম্মেদ নিলয়, ফাতেমা বেগম, দীপান্নিতা সেন, মোহাম্মদ বোরহান, নীলিমা নওরীন নীলা, তাসনুভা শাহনাজ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডেন্টাল ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে ঔষধ, ট্রুথব্রাশ, পেপসোডেন্ট ইত্যাদি প্রদান করেন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী সহ ক্লাব নেতৃবৃৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যত কর্ণদার। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প করেছে যা প্রশংসনীয়। বক্তারা বলেন, দাঁত মানুষের অমূল্য সম্পদ। দাঁতের নিয়মিত যত্ন নিতে হবে। দাঁতের সুস্থতায় পরিষ্কার-পরিচ্ছ্বতা গুরুত্বপূর্ণ। তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা সুস্বাস্থ্য থাকতে নিয়মিত দাঁত ও শরীরের যত্ন নিতে হবে। বক্তারা এই ক্লাবের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে মানবসেবা মূলক কাজ করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ