সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আনোয়ার হোসেন মিসবাহ: ভ্রাম্যমান অপরাধীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে ফার্নিচারসহ বাসা ভাড়া!
হাউজিংস্টেট,সুবিদবাজার,মিরাবাজার, টিলাগড়,পিরমহল্লা,জালালাবাদ,শাহজালাল উপশহরসহ ফার্নিচারসহ বাসা চোখে পড়ার মতো।জোটঝামেলা ছাড়া রেডি অবস্থায় এসকল বাসা নেওয়া যায় বলে কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে সিলেটে। সুবিধা হলো এমন বাসা এক মাস থেকে চাহিদাসম্পন্ন সময়ের জন্য পাওয়া যায়।
কিন্তু এসব বাসা নিতে বাচবিচারের প্রয়োজন পড়ে না বিধায় ভাড়াটিয়া বাসিন্দাদের মধ্যে অপরাধের মাত্রাও বেড়ে যায়।
ইদানিং শহর জুড়ে এমন সুবিধার কুফল দেখা যাচ্ছে দিন কে দিন।এ সকল বাসা কে ঘিরে এমন অনেক ঘটনাই সিলেট শহরে ঘটে যাচ্ছে যার অনেকটা কিনারা করতে পারে না পুলিশ।বেড়ে যাচ্ছে চুরি,ছিনতাইসহ নানা অপরাধ।বাংলাদেশের নানাপ্রান্ত থেকে আসা অপরাধীরা বিনা বাঁধায় আশ্রয় পেয়ে যাচ্ছে বলে সিলেট শহরে কেবলই অনিরাপদ হয়ে উঠছে ফার্নিচারসহ বাসা।
সরেজমিন দেখা গেছে,রাতের সিলেট ঘুমিয়ে পড়লেও ভ্রাম্যমাণ অপরাধীর জন্য এমন কিছু বাসা অপরাধের জন্যই জেগে থাকে।বিশেষ করে কলগার্ল,চোর,চোরাচালানি বা পলাতক অপরাধীর জন্য ফার্নিচারসহ বাসা বাড়া একটু নিরাপদই মনে করে এ সকল বাসা নিরাপদের আওতায় আনার প্রত্যাশা করছেন সচেতন নাগরিক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com