সিলেটের গোলাপগঞ্জে যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জুন ১১, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে  যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সোনাপুর বাজার হাবিব কনফারেন্স হলে ( ১১ই) জুন বুধবার সিলেটের গোলাপগঞ্জে যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল ও ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদের যৌথ সঞ্চালনায় শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ কবির আহমদ।

অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শাহ হিফজুল করিম মাসুক। প্রধান অতিথির বক্তব্যে উনি বলেন, বাঘার মাটি হচ্ছে হযরত শায়খে বাঘার মাটি। এই মনীষির কারণে আল্লাহ পাক বাঘার মাটিকে ইসলামের ঘাটি বানিয়েছেন। কিন্তু বাঘার মানুষ দীর্ঘদিন থেকে অবহেলিত। রাস্তাঘাট, গ্যাস ও নানা সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে। আমি সদা সর্বদা এই বাঘার মাটি তথা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মাটি ও মানুষের জন্য কাজ করে যেতে চাই৷ এজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী।

এসময় আরো উপস্থিত থেকে  বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল গফফার, জমিয়তে উলামায়ে বাঘা ইউনিয়নের উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুসলেহ উদ্দিন, সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাওলানা এমাদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহ আদনান আহমদ, যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলার সহ সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, ছাত্র জমিয়ত সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক লুকমান হাকিম, যুব জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি শাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক আবু তাহের মুসা, যুব জমিয়ত সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ উল্লাহ রাসেল, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউপি শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরারা, অফিস সম্পাদক সাব্বির আহমদ, বাঘা ইউনিয়ন শাখার সহ সভাপতি জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রাবেল, সাংগঠনিক সম্পাদক হাফিজ আসআদ উদ্দিন, অর্থ সম্পাদক হাফিজ আলা উদ্দিন, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির হোসাইন, ৬ নং ওয়ার্ড সহ সাধারণ সম্পাদক গুলজার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে  জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এবং এলাকার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিশেষে আখেরি মোনাজাত  এর মাধ্যমে অনুষ্ঠান সমপন্ন হয়। আখেরি মোনাজাত পরিচালনা  করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাঘা ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা এমদাদুর রহমান সাহেব।