সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমা খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান।
খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও এডহক কমিটির সদস্য আজিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী নুহেল আহমদ পারেছ, মুখলিছুর রহমান বাদল ও বদরুল আলম, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ইকবাল কামাল।
উপস্থিত ছিলেন সাউস সুরমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি বদরুল আলম, সমাজসেবী আবুল কালাম আজাদ, আব্দুল হক, আব্দুল খালিক, সহকারি শিক্ষক রুনি বেগম, তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী, মিতু রায়, সীমা দেব নাথ, মোছা: ফাহমিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তরুণ সমাজসেবক মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান বলেন, খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই।
তিনি বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউট সম্পর্কে দক্ষতা অর্জন ও ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025