সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সোমবার (২১ এপ্রিল) নগরীর আম্বরখানায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সবসময় আমাদের পাশে থেকেছে। অনলাইন অভিভাবক সংগঠন হিসেবে দিকনিদের্শনা দিয়ে পেশাদার সাংবাদিক গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম তালুকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, কার্যনির্বাহী কমিটি সদস্য শহিদুর রহমান জুয়েল,সাধারন সদস্য তারেক আহমদ খান, নাহিদ আহমদ।