সিলেট ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫
সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডে ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যাগে মাস ব্যাপী ক্বেরাত শিক্ষা প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান (২৮ মার্চ) শুক্রবার বাদ জুম্মা লামা পাড়া জামে মসজিদ সংলগ্ন সূর্য মুখী বি,কে,এ এন্ড হাই স্কুল প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের çপরিচালক ক্বারী ছালেক আহমদ লায়েক এর পরিচালনায় ও শিক্ষক কফিল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারুফ আহমদ, ইসলামি সংগীত পরিবেশন করেন সহকারী শিক্ষক মোজাহিদ আহমদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নুরুল হক,নবী গঞ্জি, প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলা নূরুল হক নবী গঞ্জী বলেন, কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সবাইকে কোরআন শিক্ষা ও খেদমতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
তিনি আরও বলেন ক্বারী ছালেক আহমদ লায়েক পরিচালিত কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের এই প্রতিযোগিতার চালু থাকুক আগামীতে। এবং সব সময় এই কার্যক্রমে তিনির সহযোগিতা থাকবে বলে ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সাংবাদিক আলমগীর আলম, আশরাফ চৌধুরী, ফ্রান্স প্রবাসী মারুফ আহমদ, ফখরুল হাসান ইমন, ফারহাদ হাসান কাইয়ুম, প্রমুখ।
মাস ব্যাপি ক্বেরাত প্রশিক্ষণ শেষে জামাতে,ছালিস- জামাতে – ছানি- আমপারার জামাজ কায়দার জামাত – সূরার জামাত সহ বিভিন্ন জামাতে সর্বমোট ৪৫ জন বিজয়ী শিক্ষার্থী অতিথি বৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহন করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025