সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :
দেশ বিদেশের লাখ লাখ পাঠকের ব্যাপক পরিচিত অনলাইন নিউজ পোর্টাল বিশ্ব প্রবাসীর মুক্তচিন্তার সংবাদ বাহন বাংলানিউজইউএসডটকম প্রতিবছরের ন্যায় এবারও সিলেটের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজন করে শবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের।
বাংলানিউজইউএসডটকম এর সিলেট অফিস এর আয়োজনে নগরীর লাংথুরাই চাইনিজ রেসটুরেনটে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি ও বাংলানিউজইউএসডটকমের কান্ট্রি এডিটর বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরী। চাকুরীতে থাকার ধরুণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ না দিতে পেরে বাংলানিউজইউএসডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক এবং আমেরিকার ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনান, অসুস্থ থাকায় ভার্চুয়ালি যোগ দিয়ে আসতে না পেরে দুঃখ প্রকাশ করেন এনটিভির সিলেটন ব্যুরো চীফও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমদার সাবেক সভাপতি কবি সজল সত্রী।
বাংলানিউজইউএসডটকমের সিলেট অফিস প্রধান ফাতেমা আক্তার শিউলির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলানিউজইউএসডটকমের সাব এডিটর কবি সাখাওয়াত পীর, ইংরেজি দৈনিক দ্যা কান্ট্রি টুডে এর সিলেট ব্যুরো চীফ ও বাংলানিউজইউএসডটকম এর ক্রাইম এডিটর এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল চৌধুরী, সিলেট নিউজ ওয়ার্ল্ড এর প্রধান সম্পাদক আফরোজ খান, নিউজ টোয়েন্টিফোর সিলেটের ক্যামেরা পার্সন হাসান আহমদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, যুবদল নেতা মোহাম্মদ মিজান প্রমুখ ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, শব ই কদর পবিত্র মাহে রমজানের অন‍্যতম রাত । হাজার বছরের রাতের চেয়ে উত্তম এ রাতের তাৎপর্য শেষ করার নয় । আমরা শব ই কদর তালাশ করবো ও মহান আল্লাহর কাছে গোনাহের জন্য মাফ চাইবো ।
কান্ট্রি এডিটর আকাশ চৌধুরী বলেন, বাংলানিউজইউএসডটকম ১০ পেরিয়ে ১১ বছরে পদার্পণ করবে আগামী এপ্রিলে । সময়ের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা থেকে প্রকাশিত এই মিডিয়া দেশের ও প্রবাসীদের প্রিয় একটি গণমাধ‍্যম । একে আরো জনপ্রিয় করে তুলতে সকলের উদ‍্যোগ নিতে হবে ।

এ সংক্রান্ত আরও সংবাদ