সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
সেইভ সিলেট উদ্যোগে ১৩তম রামাদানে Shoraikhana সরাইখানার বিনামূল্যে ইফতার সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৪ মার্চ নগরীর চন্ডপুলস্থ (চন্ডপুল চত্ত্বর) এলাকায় রোজদার মুসাফিরদের মাঝে মাসব্যাপী মানবিক কার্যক্রমের নিয়মিত ইফতার বিতরণ ও সংগঠনের দায়িত্বশীলরা সহ রোজদার মুসাফিরদের সাথে নিয়ে ইফতার গ্রহন সু সম্পন্ন হয়।
উক্ত মানবিক কার্যক্রমে ভলান্টিয়ারী দ্বায়িত্ব পালন করেন কবির হোসেন, জাকারিয়া চৌধুরী, জাফর সারওয়ার, জুবায়ের নুর, তোফায়েল, লাবিব,রাফি,পাবেল,উৎফল বড়ুয়া প্রমুখ।
হাদিসে আছে, হযরত সালমান ফারসি রা. থেকে বর্ণিত, রসুলে পাক সা. এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি হালাল খাদ্য কিংবা পানি দ্বারা কোনো মুসলমানকে রোজার ইফতার করালো, ফেরেশতাগণ মাহে রমজানের এসময়ে তার জন্য ইস্তিগফার করেন। আর হযরত জিবরাইল আ. শবে কদরে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ’ (তাবরানী আল মু’জামুল কবীর, ৬ষ্ঠ খণ্ড, হাদিস-৬১৬২)।
সংগঠনের একজন দায়িত্বশীল বলেন , BDesh Foundation, Sylhet Strikers, BHALO, Britannia Drinking Water, DMVSC, ASEAB ও অন্যান্য সহযোগী প্ল্যাটফর্মগুলোর সাথে জড়িত সকলের পরিবার, নাম প্রকাশে অনিচ্ছুক দাতাদের পরিবার ও ভলান্টিয়ার ভাই বোনদের বাবা মায়ের জন্য দোয়া কামনা করছি। যে যেভাবে সাহায্য করে যাচ্ছেন, আল্লাহ সবাইকেই নেক হায়াত ও শান্তির জীবন দান করুন এবং দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করে ফেলুন এবং ভালো মানুষ হওয়ার তউফিক দান করুন। দুনিয়ার সবাইকে বিপদ থেকে সাহায্য করুন। আমিন।
Sylhet Runners Club, Sylhet Wonder Women, Sylhet Cycling Club, Sylhet Biker’s Club, Save Sylhet, Sylhet Blood Center, Sylhet Sports Center এর সকল ভাই বোনদের রাতদিনের পরিশ্রমকে আল্লাহ কবুল করুন।
আমাদের উক্ত মানবিক কার্যক্রম সেহেরি ও ইফতার বিতরণ পবিত্র মাহে রমদানের প্রথম দিন থেকে শুরু করেছি শেষদিন পর্যন্ত চলবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025