সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫
পবিত্র মাহে রমজানের মাস ব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দিনে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’ ৯১ এর পক্ষ থেকে মঙ্গলবার ৪ মার্চ সিলেট মহানগরীর সাগরদীঘিরপাড়স্থ “জামিয়া উম্মুল ক্বুরা মাদ্রাসা’’য় সিলেটের কোমলমতি শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
পবিত্র মাহে রমজানের মাস ব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে গত ৩ মার্চ সোমবার ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’ ৯১ এর পক্ষ থেকে একটি মসজিদ ও কবরস্থানের অসম্পুর্ন দেয়াল তৈরীর জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
মাহে রমজানের একই দিন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’ ৯১ এর পক্ষ থেকে এক হতদরিদ্র বৃদ্ধ মায়ের ঝরাজীর্ণ ঘর মেরামতের জন্যে কিছু আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
মানবিক উপহার বিতরণ প্রদানকালে উপস্থিত ছিলেন বন্ধু মো: রফিকুল ইসলাম রফিক, মাহবুব লস্কর ও বন্ধু ফয়সল আহমদ, মাসুদ আহমেদ,সেলিম সিদ্দিক, মনোহর হোসেইন রাজীব, কামরুজ্জামান মুরাদ, মামুন আহমদ, এড. ইশতিয়াক সুহেল, কামাল আহমদ লিটন, শাকিল আহমদ চৌধুরী , আক্তার হোসেন, উৎফল বড়ুয়া প্রমুখ।
প্রবাসে ও দেশে অবস্থানরত ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ‘৯১ এর যে সকল মানবিক বন্ধুদের আর্থিক সহযোগিতায উক্ত মানবিক কার্যক্রম সফল করতে পেরেছি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিন সকলের দান-খয়রাতকে কবুল করুন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে নেবার তৌফিক দান করুন-আমিন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025