বালাগঞ্জে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

বালাগঞ্জে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা, এম ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে উন্নয়নের নামে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ লুটপাট, দুর্নীতি ও অপকর্মে মহোৎসবে লিপ্তি ছিল। তাদের দুঃশাসন থেকে আজ মানুষ মুক্তি পেয়েছেন। নতুন বাংলাদেশে আজ বঞ্চিত জনগণ ফ্রিতে চিকিৎসা সেব গ্রহণ করছেন। তিনি বলেন, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিকের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু সেবা প্রদান একটি মহতী ও প্রসংশনীয় উদ্যোগ। তিনি বলেন, বিএনপি জনগণের দল। সব সময় মানুষের কল্যাণমূলক কাজের মাধ্যমে তা প্রমাণ করছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে নেতাকর্মীদের ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।

তাহসিনা রুশদীর লুনা গতকাল ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে বালাগঞ্জের এম এ খান অডিটোরিয়ামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে দিনব্যাপী আয়োজিত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু’র সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার ঢাকা ফোরাম ইউকে’র সভাপতি এডভোকেট গোলাম শাব্বীর আলী পারভেজ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম আনোয়ারুল ইসলাম, সাবেক সেক্রেটারী মোঃ ফারুক মিয়া, সাবেক আহবায়ক আব্দুর রশিদ, সহ সভাপতি মোঃ মকবুল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ, বিএনপি নেতা মাসুক মিয়া, বালাগঞ্জ উপজেলা জিয়া সংসদের সভাপতি আজমান আলী, সমাজেসবী মোঃ আক্তার হোসেন সুমন, রোটরিয়ান আলী মিরাজ মোস্তাক।
উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এমদাদুর রহমান জাকির ও যুবদল নেতা সোহেল তালুকদার এর যৌথ সঞ্চালনায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক রশিদ আলী, সদস্য মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা জিয়া সংসদের সহ সভাপতি সুমন মিয়া, সেক্রেটারী শেরওয়ান গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাকারিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজান আহমদ, বালাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ আহমদ ময়না, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু, ২নং মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক চৌধুরী ইপু, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সিরাজ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ শাফরান আহমেদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ, মৌলভীবাজার শ্রমিক দল নেতা নাইম আহমেদ, বালাগঞ্জ ইউনিয়ন জিয়া সংসদের সভাপতি লায়েক আহমদ, সেক্রেটারী ছাইফুর রহমান, জেলা ছাত্রদল নেতা রেজওয়ান আহমদ রপি, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, রেজাউল, জুবেল, রাসেল প্রমুখ।
বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার, বালাগঞ্জ উপজেলা বিএনপির অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে কয়েক শত রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে থেকে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে সিলেটের কোটি জনতার প্রিয়নেতা এম. ইলিয়াস আলীকে গুম করেছে। অবিলম্বে তাকে জনতার মধ্যে ফিরিয়ে দেয়ার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ