মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই বিভাগের বার্ষিক পিকনিক সম্পন্ন

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই বিভাগের বার্ষিক পিকনিক সম্পন্ন

শীর্ষস্থানীয় বেসরকারি বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘বার্ষিক পিকনিক ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের পিকনিকটি অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের শিমুল বাগানে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়া এই পিকনিকে শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্য মিলিয়ে প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করেন। সবার স্বতঃস্ফূর্থ উপস্থিতি আনন্দঘন মুহূর্ত উপহার দেয়।

পিকনিকের জন্য সকাল থেকেই ছিল উচ্ছ্বাসের আমেজ। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দমুখর কার্যক্রমে অংশ নেয়। পিকনিক আয়োজনে সিএসই সোসাইটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টার ফলে পুরো আয়োজনটি ছিল দারুণ সফল ও সুষ্ঠু। অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর পরিবেশে দিনটি উপভোগ করেন এবং বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটান।

পরবর্তীতে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন সুমিত দেবনাথ (পাবলিকেশন সেক্রেটারি, সিএসই সোসাইটি) এবং বেস্ট ভলান্টিয়ারদের নাম ঘোষণা করেন জয়নাল আবেদীন কোরেশী (জেনারেল সেক্রেটারি, সিএসই সোসাইটি)। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিএসই বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।

পিকনিক শেষে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন। শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আরও আকর্ষণীয় ইভেন্টের প্রত্যাশা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ