সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল বাকি চৌধুরী বলেছেন, রাজনীতি নয় শিক্ষা দিয়ে সমাজকে আলোকিত করতে হবে।শিক্ষিত হওয়া মানে ধনী হওয়া নয়, সমাজকে উন্নত করা। আমরা যদি সবাই ভালো মানুষ হয়ে যাই তাহলে সমাজ শক্তিশালী হবে।
আব্দুল বাকী চৌধুরী শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর বালুচর নতুন বাজারে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়া গাংসিউ ইউনিভার্সিটির এসিসটেন্ট প্রফেসর বালুচরের কৃতি সন্তান ড. মো: আমিনুর রহমান (আল- আমিন) এর সম্মানে এলাকাবাসী এ সংবর্ধনার আয়োজন করে।
প্রধান অতিথি বলেন,বালুচর হল এডুকেশনাল কর্ণার অফ সিলেট। এখানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান রয়েছে। আজকের সংবর্ধনাটি এতদঞ্চলের জন্য খুব প্রয়োজন ছিল। এধরনের অনুষ্ঠান আমি খুব কম দেখেছি। তিনি বলেন, বাতির নিচ, আলোর নিচ সবসময় অন্ধকার থাকে। আমরা সেখান থেকে উত্তরণ চাই। তাই ড. আমিনুরের মতো আলোকিত হতে তিনি ছাত্র তরুণদের আহবান জানান।
মো: তুফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ড. মো: আমিনুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন এর বিভাগীয় প্রধান ডাঃ সিব্বির আহমেদ শিবলী,সিলেট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক ইঞ্জি. বজলুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে আমিনুর রহমান বলেন, এই সংবর্ধনার জন্য আমি যোগ্য না। এটা আমার জন্য সংবর্ধনা নয় অনুপ্রেরণা। তিনি বলেন, আমি ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত আমি দেশে থাকতে রাষ্ট্রীয় রোষানলে পড়ে অনেক মিথ্যা মামলার আসামী হয়েছি। আমি কখনো কারো সাথে কোন অন্যায় করিনি, অপরাধও করিনি।এরপরেও সেসময় আমি বাসায় ঘুমাতে পারিনি। রাতের পর রাত খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালে বিদেশে যাই।উচ্চ শিক্ষা অর্জন করি। আমার অনেক নিবন্ধন আমেরিকা, জাপানি জার্নালে প্রকাশ হয়েছে। আপনাদের সহযোগিতা নিয়ে আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিছু কাজ করতে চাই। তিনি বলেন, সিলেটে তিনি একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথির গর্বিত পিতা সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি এডভোকেট মুহিবুর রহমান,এডভোকেট সাজ্জাদুর রহমান,সাবেক ছাত্রনেতা মঈনুল ইসলাম, সাবেক মেম্বার জমির উদ্দিন,বিশিষ্ট মুরব্বি এম এ রহিম প্রমুখ। সভায় এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025