সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪
সর্বদলীয় ছাত্র জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক শাহী ঈদগাহ পয়েন্টে চাঁদাবাজি, ইভটিজিং ও মাদক বিরোধী এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এমসি কলেজের শিক্ষার্থী ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী (কয়েস লোদী), সিলেট বিভাগ যুব ফোরাম নেতা সৈয়দ রাসেল,এলাকার মুরুব্বি বাবুল মিয়া, যুবনেতা এহসানুল হক তাহের,ছাত্রনেতা মোহাম্মদ মাহবুব,আমান উদ্দিন আমান,মাহফুজুর রহমান তামিম,আবিদ মারজান প্রমুখ।
সমাবেশে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন,পরিবহন শ্রমিক, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা ও সর্বশ্রেণীর সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শাহী ঈদগাহ এলাকায় বখাটে কর্তৃক অবৈধ চাঁদা,ইভটিজিং ও মাদক বন্ধ করতে হবে।পবিত্র শাহীঈদগাহকে চাঁদাবাজমুক্ত এলাকা ঘোষনা করতে হবে।বক্তারা মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড বন্ধ ও শাহী ঈদগাহর পবিত্রতা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে জোরালো দাবী জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com