সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক মো. আলমগীর (৫৮) চাঁদপুরের শাহারাস্তী উপজেলার পাড়ানগর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে। পেশায় তিনি ট্রাক চালক।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ বস্তা (১৯,৬০০ কেজি) ভারতীয় চিনি ও একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা। এসময় ট্রাক চালককে আটক করা হয়।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানার এসআই মো. সানাউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com