সিলেটে মোটর পার্টস মার্কেটে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

সিলেটে মোটর পার্টস মার্কেটে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই

সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় মোটর পার্টসের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়েছে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের ঝালোপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকান্ডে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়লেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এব্যাপারে ফায়ার সার্ভিস আলমপুরের ফাইটার মামুন আহমদ জানান, বেলা সাড়ে ৩টার সময় আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর আমাদের ৬টি ইউনিট কাজ করে সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে অন্তত ১০টি দোকান ও ২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে দাবি স্থানীয়দের।

সুরমা নদীর দক্ষিণ তীরঘেষা এই চাঁদনিঘাটে গাড়ির পুরোনো সকল যন্ত্রাংশ কেনাবেচা হয়ে থাকে। মোটরসাইকেল থেকে বাস-ট্রাক; সব গাড়িরই নতুন-পুরাতন যন্ত্রাংশের জন্য নির্ভরতার জায়গা এই চাঁদনীঘাট।

এ সংক্রান্ত আরও সংবাদ