সিলেটে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে ঈকোয়্যালিটি সোসাইটির কম্বল বিতরণ

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

সিলেটে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে ঈকোয়্যালিটি সোসাইটির কম্বল বিতরণ

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে জেলা প্রশাসন হতে প্রাপ্ত কম্বল চা শ্রমিক ও প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর পাঠানটুলাস্থ লাল মাটি পয়েন্ট ও আখালিয়ার লেকসিটিস্থ বেস অফিসে পৃথক পৃথকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে ও প্রোগ্রাম অর্গানাইজার শাহ মো. আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদল নেতা রায়হান মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, লালমাটি পয়েন্ট বাজার ব্যবসায়ী কমিটির কোষাধ্যক্ষ মো. রোস্তম খান। অনুষ্ঠানে ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের প্রোগ্রাম অর্গানাইজার সাহিদা খাতুন শিল্পীসহ এলাকার মুরুব্বি ও গণমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চা-শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চা-শ্রমিক, প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায় মানুষের জীবন মান উন্নয়ন, শিক্ষা-চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সেই কাজের সুফলগুলো ভোগ করে সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হচ্ছেন। বক্তারা ঈকোয়্যালিটি সোসাইটির মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে চা-শ্রমিক ও প্রতিবন্ধী ও বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ