ছাতকে মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেনে নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

ছাতকে মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেনে নবীন বরণ অনুষ্ঠিত

ছাতকে ইসলামপুর ইউনিয়নে অবস্থিত মেধার লালন, প্রতিভার স্ফুরণ ও নৈতিক উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ মাদ্রাসা ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত মনোহর আলী নূরানী কিন্ডারগার্টেনের ২০২৫ ইং শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান বুধবার ১৫ জানুয়ারি কিন্ডারগার্টেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

নোয়াগাঁও গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সমাজকর্মী মিনহাজুল আবেদীন রাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মসজিদ মিশন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেনের ভাইস প্রিন্সিপাল নাসিম উদ্দিন, সমাজসেবী সোহেল মাহমুদ, বিশিষ্ট মুরব্বি হাজী দুদু মিয়া, সামসুল ইসলাম লাল মিয়া, আনছার উদ্দিন, সাবেক ইউপি মেম্বার নূরুল ইসলাম, কামাল হোসেন মেম্বার, হাজী লিলু মিয়া, নূর উদ্দিন, কামিল আহমদ, কিন্ডারগার্টেনের রেক্টর মাছনুনা খানম মনি সহ শিক্ষক, শিক্ষিকা-অভিভাবক বৃন্দ এবং ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক সিদ্দিকুর রহমান কামরান, সহ-সাংস্কৃতিক সম্পাদক শিল্পি রায়হান রাজু, ছাত্রনেতা যুবরাজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন ইহকালীন কল্যান ও পরকালীন মুক্তির জন্য আল কুরআনের আলোকে জীবন ও সমাজ গড়ে তুলার জন্য কুরআনের শিক্ষার ব্যাপক প্রচলন করতে হবে। জাগতিক শিক্ষার পাশাপাশি কুরআানের শিক্ষার সমন্বয়েই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য সৎ,দক্ষ, দেশ ও মানবপ্রেমিক নাগরিক তৈরি সম্ভব।

এ সংক্রান্ত আরও সংবাদ