জিয়া অরফানেজের সব অর্থ ব্যাংকে জমা আছে

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

জিয়া অরফানেজের সব অর্থ ব্যাংকে জমা আছে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার পর থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ সংক্রান্ত বিষয়ে শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে শুনানি চলছে।
আদালতে আজ আপিলের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করছেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা বাদল, মো. রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় কামরুল ইসলাম সজল ও মাকসুদ উল্লাহ উপস্থিত ছিলেন।

শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রশ্ন তোলেন জিয়া ট্রাস্টের অর্থ কোথায় থেকে কিভাবে আসলো? এর জবাবে ব্যারিস্টার কায়সার কামাল জানান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কুয়েত সরকার এই ফান্ড দিয়েছিলেন। ওই অর্থ ব্যাংকে জমা আছে, যে অর্থ বেড়ে যাচ্ছে। আর এই অর্থ জিয়াউর রহমানের নামে বগুড়া ও বাগেরহাটে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ