প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দক্ষিণ সুরমায় মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দক্ষিণ সুরমায় মতবিনিময় সভা

দক্ষিণ সুরমার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে প্রিপেইড মিটার বাতিলের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাত ৮ টায় চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও আব্দুস ছত্তার মামুনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রনি, মোঃ ইকতার খান, মোঃ মনসুর হোসেন খান, মোঃ সোলেমান মেম্বার, মোর্শেদ আহমদ মুকুল, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আবুল কালাম আজাদ নজির, মোঃ সোলাইমান আলী, মোতাহার হোসেন জিয়াদ ও শামীম খান, সাংবাদিক আফরোজ খান ও আবু বক্কর সিদ্দিক সহ অনেকে। মতবিনিময় সভায় আব্দুস ছাত্তার মামুনকে আহবায়ক করে প্রিপেইড মিটার প্রতিরোধ আন্দোলন কমিটি গঠন করা হয়। আগামীকাল সকাল ১১ টায় বিদ্যুৎ বিভাগ বরইকান্দি কার্যালয়ে স্মারকলিপি প্রদান করার সীদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ