সিলেট ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫
রাজধানীর রমনার কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় মো. আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত পুলিশ সদস্য আরিফুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মো. খলিল মোল্লার ছেলে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বোন মর্জিনা বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে কাকরাইল মোড়ে বাস থেকে নামার সময় পেছন দিক থেকে মঞ্জিল পরিবহনের একটি বাস আমার ভাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে প্রথমে আমার ভাইকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে আমার ভাই মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com